ডামুড্যায় অনুষ্ঠিত হলো দেশের প্রথম স্মার্ট ভিলেজ মেলা

  • Infolink Limited
  • 18-Mar-2023
internet offer,

বরিশাল ও খুলনা বিভাগের সংযুক্ত ঢাকা বিভাগের জেলা শরীয়তপুরের ডামুড্যায় অনুষ্ঠিত হলো দেশের প্রথম ডিজিটাল ভিলেজ, স্মার্ট ভিলেজ এক্সপো। স্থানীয় উপজেলা কমপ্লেক্স মাঠে শুক্রবার অনুষ্ঠিত দিনব্যাপী মেলায় স্থানীয় ও জাতীয় মিলিয়ে মোট ৬৩টি স্টলে মেলায় অংশ নেয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। ঐতিহ্যবাহী শতরঞ্চি থেকে শুরু করে ঘরোয়া নকশি, হাতের কাজের কাপড় ও গহনা নিয়ে- ‘অল্টার ক্যানভাস’; ‘ডিফরেন্ট বিউটি’, ‘বিবির বসন’, ‘রংধনু বুটিক’; ‘চমক’; ‘জামদানি এক্সপ্রোস’; ‘ঢাকাইয়া জামদানি’ এবং ‘স্বপ্নচাওয়া’র মতো উদ্যোক্তাদের ৩৫ শতাংশই ছিলো নারী উদ্যোক্তা।

মেলার বৈচিত্রময়তায় মৃৎশিল্প ও পোড়ামাটির ফ্যাশন নিয়ে মা বাংলার মাটি, ক্র্যাফট ভিশনের পাশাপাশি মেলায় ভেষজ মশলা ও মধু এবং অধিক উৎপাদনশীল সব্জি, প্যাকেট মাশরুম এর মতো নানা পণ্য ও সেবার পসরা দৃষ্টি কেড়েছে। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিবি ইনফোলিংক ছাড়াও মেলায় অংশ নিয়েছিলো মুঠোফেনে নিজেই নিজের ওয়েব সাইট তৈরির দেশীয় সেবা ‘ওয়েবমাঞ্জা’। বাদ যায়নি পিঠার আড্ডা-ও। কৃষি-প্রযুক্তি নিয়ে মেলায় হাজির হয়েছিলো ই-পল্লী, ই-ফার্মার, ফসল ডটকম ছাড়াও স্বপ্নকুঁড়ি, আদাবিক, তথ্যআপা, স্থানীয় ১৪টি উদ্যোগ।

মেলা প্রাঙ্গনেই শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে একটি বই নিয়ে মেলায় হাজির হয়েছিলো আই এক্সপ্রেস। পণ্য প্রদর্শনী-বেচা-কেনা আর লটারি ড্রয়ের মধ্যে জুমার নামাজ বিরতী বাদে মেলা শেষেও ছিলো দর্শনার্থীদের ভিড়। মেলায় আগতদের বিনামূল্যে ডায়াবেটিকস ও রক্তচাপ পরীক্ষাসহ চিকিৎসা সেবা দিয়েছে ‘হেল্থ বন্ধু’। মেলায় পৃষ্ঠপোষক হিসেবে ছিলো ফুডপ্যান্ডা দারাজ এবং টেকনোলজি ও পেমেন্ট পার্টনার হিসেবে ছিল বাংলা কিউআর পেমেন্ট সেবাদাতা এসএসএল কমার্জএকবাজ

বিকেলে মেলা ঘুরে দেখে উদ্যোগটি দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি। কৃষিতে প্রযুক্তির টেকসই ব্যবহারের মাধ্যমে শরীয়তপুরের প্রতিটি গ্রামকে স্মার্ট গ্রামে রূপান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক।


বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মেলা বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আখতার হোসেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিপিসি এর কো-অর্ডিনেটর মো: আবদুর রহিম খান, শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, দারাজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সৈয়দ মোস্তাহিদল হক, ফুডপাণ্ডার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা ও ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল।

ডামুড্যা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানর সভাপতিত্বে সন্ধ্যায় সরকারি আব্দুর রাজ্জাক কলেজ মাঠে বসেছিলো ব্যান্ড সঙ্গীতের আসর। এর আগে অনুষ্ঠানে মুঠোফোনেই স্বাস্থ্যসেবা দেয়ার কিউআরকোড ভিত্তিক এনএফসি প্রযুক্তির ব্যক্তিক্রমী উদ্যোগ ‘চিকিৎসা’ অ্যাপ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Latest Blogs

blog
আইএসপিএবি ২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত।
blog
Congratulations to Sakif Ahmed
blog
Safe internet ideas for children
;